কালিগঞ্জে ৩ দিনের সিরিজ ক্রিকেট খেলার উদ্বোধন
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ও খুলনা পাইকগাছা ক্রিকেট একাডেমি-এর মধ্যে তিন দিনের সিরিজ ক্রিকেট খেলা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, যিনি উপজেলা পরিষদ মাঠে খেলোয়াড়দের পরিচিতি অনুষ্ঠানে খেলা উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ সাইফুল ইসলাম, স্বাগত বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেস ক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, সাংবাদিক ফজলুল হক আব্দুল কালাম বিন আকবর, আব্দুল করিম মামুন হাসান।
উভয় দলের কোর্স ম্যানেজার ও অধিনায়করা-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।খেলায় টস জিতে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুলতান সর্বোচ্চ ৪৫ রান করেন। জবাবে পাইকগাছা ক্রিকেট একাডেমি ২৩ ওভারে ১৩০ রানে অলআউট হয়। ফলে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ৪০ রানে জয়লাভ করে। খেলার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম ও রুবায়েত।
সিরিজটি আগামী শনিবার পর্যন্ত চলবে। পাইকগাছা একাডেমির খেলোয়াড়রা স্থানীয় হোটেলে অবস্থান করছেন। আগামী শুক্রবার দ্বিতীয় দিনের খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে।

