কালিগঞ্জে বেসরকারি প্রাথমিকে বৃত্তি পরীক্ষা শুরু: প্রথম দিনে বাংলা ও ইংরেজি
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মূল্যায়ন বৃত্তি পরীক্ষা ২০২৫ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। প্রথম দিনে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এ পরীক্ষায় উপজেলার ১৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৮৯ জন এবং মেয়ে শিক্ষার্থী ১০৮ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো প্রত্যয় আইডিয়াল স্কুল, খান বাহাদুর আহছানউল্লা জুনিয়র স্কুল, নলতা প্রি-ক্যাডেট স্কুল, কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরি স্কুল, চিলড্রেন ভয়েস প্রি-ক্যাডেট স্কুল, ব্রাইট স্টার প্রি-ক্যাডেট স্কুল, লাইসিয়াম আইডিয়াল স্কুল, আছিয়া লুৎফর প্রিপারেটরি স্কুল, আহছানিয়া দরবেশ আলী মন্নুজান মেমোরিয়াল প্রি-ক্যাডেট স্কুল, কে বি মোবারক আলী প্রি-ক্যাডেট স্কুল, কার্ডিফ মডেল স্কুল, ইডা আদর্শ প্রি-ক্যাডেট স্কুল, চন্ডিতলা আদর্শ কিন্ডারগার্টেন, দ্য বেস্ট প্রি-ক্যাডেট স্কুল, জিরনগাছা আইডিয়াল স্কুল, সহিলউদ্দিন অ্যান্ড করিমুন্নেসা শিশু একাডেমি, গ্রো স্কুল, চিংড়িখালি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজবাড়ী কিন্ডারগার্টেন।পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মোঃ আলিমুজ্জামান এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন মো. আলমগীর কবির। প্রথম দিনে সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।আগামী রবিবার (২৮ ডিসেম্বর) একই কেন্দ্রে গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

