কালিগঞ্জখেলাধূলা

কালিগঞ্জে অনূর্ধ্ব ৪০ চারদলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার জয়

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত চার দলীয় অনূর্ধ্ব ৪০ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সাতক্ষীরা ফুটবল একাদশ জয় লাভ করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় কুশুলিয়া কসমস ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী কুশুলিয়া ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সাতক্ষীরা ফুটবল একাদশ ১-০ গোলে আশাশুনি উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলার উদ্বোধন করেন সাবেক ফুটবলার কাজী নবীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার কাজী হুমায়ুন কবির ডাবলু, সাবেক ফুটবলার নুরুজ্জামান পাড়, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক ফুটবলার নাজমুস সাকিব লালন, ফুটবলার কাজী আন্ত ইসলাম,ফুটবলার জাহিদ হাসান, ফুটবলার শাহাদাত হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন রেফারি তাপস কুমার সরকার, সহকারি রুবেল হাসান, রবিউল ইসলাম। ধারাভাষ্যকা ছিলেন মিজানুর রহমান মিজান।

পরবর্তী খেলা: আগামী ৩ জানুয়ারি ২০২৬ একই মাঠে কালিগঞ্জ বনাম পাইকগাছা অনূর্ধ্ব ৪০ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলায় ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার জন্য আয়োজকরা অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *