খেলাধূলাসদর

ইসলামী ব্যাংক হাসপাতাল ক্রিকেট টুর্নামেন্টে তিতুমীর ফাইটার্স চ্যাম্পিয়ান

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফাইনাল খেলা শেষে ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়।

খেলায় তিতুমীর ফাইটার্স টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ১২ ওভারে ১৩০ রান করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। অপর দিকে খালিদ রাইডারস ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১২ রান করে পরাজয় বরন করে রানার্সআপ হন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , তিতুমীর ফাইটার্স দলের ফ্র্যাঞ্জয়িস ডা. আসাদুল্লাহ আল গালিব, তিতুমীর ফাইটার্স দলের ক্যাপ্টেন মন্জুরুল ইসলাম খান, খালিদ রাইডারসের ফ্র্যাঞ্জয়িস ডাঃ হুমায়ুন কবির, ক্যাপ্টেন শেখ শরিফুল আওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *