দীপু দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
স্টাফ রিপোর্টার: পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার দায়ে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে নির্যাতনের পর তাকে বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা ও লক্ষীপুরের বিএনপি কর্মী বেলাল হোসেনের মেয়ে আয়েশাকে ঘরের মধ্যে পুড়িয়ে হত্যার প্রতিবাদসহ দেশব্যাপি মব ভায়োলেন্সের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এ কর্মসুচি পালন করে।
কর্মসুচি পালনকালে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, জেলা বিএনপির সদস্য সচীব আবু জাহিদ ডাবলু, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, এড. খগেন্দ্রনাথ ঘোষ, জাসদ নেতা সুধাংশু শেখর সরকার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, যুব ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অমিত ঘোষ বাপ্পি প্রমুখ।
বক্তারা বলেন, ৯ ডিসেম্বর রাতে ইনক্লাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদীর মৃত্যু পরবর্তী সময়ে ময়মনসিংএর পোশাক কারখানার শ্রমিক দীপু কুমার দাসকে মহানবীকে কটুক্তি করার মিথ্যা অভিযোগে কারখানা থেকে ধরে এনে নির্যাতনের পর গাছে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
একইভাবে লক্ষীপুরে বিএনপি কর্মী বেলাল হোসেনের সাত বছরের মেয়ে আয়েশাকে ঘরের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ভাংচুর ও লুটপাট শেষে সাংস্কৃতিক সংগঠন উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে আগুন লাগানো হয়েছে। এ সব ঘটনায় বর্তমান সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রতিদিনই কোন না কোন স্থানে ঘরবাড়িতে আগুন দেওয়া হচ্ছে। অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

