কালিগঞ্জে হাজী তফিল উদ্দিন মহিলা মাদ্রাসার বার্ষিক ফল প্রকাশ
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় মাদ্রাসার শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মো: শেখ শফিউল্লাহ সভাপতিত্ব করেন এবং সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, এবং সাংবাদিক আব্দুল করিম, মামুন হোসেন, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাংবাদিক ফজলুল হক।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

