কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।]
ফুলের দেশে ফুলের মেলায় আমরা রঙিন ফুল, মানুষ গড়ার স্বপ্ন নিয়ে প্রত্যয় আইডিয়াল স্কুল এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগর আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রত্যয় ফিন্যান্সিয়াল গ্রুপের ডিএসডি নাজমুল হুদা ও শেখ আবু তাহের প্রমুখ।
বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন ও ইংরেজি বক্তব্য উপস্থাপন করে। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

