বন বিভাগের অভিযানে ১ টি ট্রলার সহ ৬ জেলে আটক
ইসমাইল হোসেন, শ্যামনগর: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন মান্দারবাড়ীয়া অভয়ারণ্য এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১ টি ট্রলার সহ ৬ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্য।
গত শনিবার ( ২০ ডিসেম্বর) সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হকের নেতৃত্বে, বন বিভাগের সদস্যরা মান্দারবাড়ীয়া অভয়ারণ্য এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় হানিফেরটেক এলাকা থেকে একটি ট্রলার, ৬ জন জেলে এবং তাদের ট্রলারে থাকা পচনশীল আনুমানিক ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, সহ অন্যান্য মালামাল জব্দ করেন। আটক জেলেরা হলেন বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের হেদায়েত গোলদারের পুত্র তারিকুল গোলদার(৪০) উপজেলার পেড়িখালী গ্রামের খালেক শেখের পুত্র রেজাউল শেখ (৪০) যথাক্রমে মংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের রজবআলী শেখের পুত্র রনি শেখ (২২) শানবান্দা গ্রামের পিয়ার আলী শেখের পুত্র খলিল শেখ (১৮) উত্তর বিদ্যাবয়ান গ্রামের মৃত- ননীগোপাল অধিকারীর পুত্র বিশ্বজিৎ অধিকারী(৪২) উলুবুনিয়া গ্রামের মজনু শেখের পুত্র সোহাগ শেখ (২২)।
রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন এখন দুবলার মৌসুমি, ট্রলারটি পাসের শর্ত ভঙ্গ করে সংরক্ষিত সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে অবৈধ ভাবে মাছ শিকার করায় তাদের আটক করাহয়। আটক জেলে দের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়। রেঞ্জ কর্মকর্তা আরো বলেন বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় সুন্দরবন থেকে সব ধরনের অপরাধ নির্মূল করতে বন বিভাগের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

