সাতক্ষীরা-০৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীনের মনোনয়ন সংগ্রহ
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মিজ আফরোজা আখতারের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। কাজী আলাউদ্দীনের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান।
মনোনয়ন সংগ্রহকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এর আগেই কাজী আলাউদ্দীন কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ করে নির্বাচনী জনসভা, গণসংযোগ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের কাছে দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।

