শ্যামনগরে সাংবাদিক এস কে সিরাজের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের শোক
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক এসকে সিরাজের পিতা আবুল হোসেন (৭৩) বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। ২০ ডিসেম্বর(শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কৈখালী ইউনিয়নের নৈকাটী গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আবুল হোসেন কৈখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও পল্লী চিকিৎসক ছিলেন। শনিবার আছর নামাজ বাদ জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়েছে।তার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করে বিবৃতি দিয়েছেন- শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির ও সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামালসহ কর্তব্যরত সাংবাদিকবৃন্দ।

