তালাদেবহাটারাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন আব্দুল আলিম

স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের মনোনয়ন না পেলে জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল আলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন না পেলেও তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তিনি ভোটের মাঠে থাকবেন বলে শনিবার (২০ ডিসেম্বর) রাতে তিনি এ কথা জানিয়েছেন।

বিএনপি নেতা আব্দুল আলিম বলেন, দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন ও ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে যুক্ত আছি। সাধারণ মানুষের পাশে থেকে জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমার রাজনীতির মূল চালিকা শক্তি। তৃণমূলের মানুষ আমাকে চায় এ কারণেই দলীয় মনোনয়ন প্রাপ্তি বা না প্রাপ্তির বাইরে গিয়ে জনগণের প্রত্যাশা পূরণে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এই এলাকার সাধারণ মানুষই আমার সবচেয়ে বড় শক্তি। সাধারণ নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে আমি গণতন্ত্র, ন্যায়বিচার ও এলাকার সার্বিক উন্নয়নের পক্ষে কাজ করে যেতে চাই।

জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন সর্বোপরি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি উন্নত ও মানবিক সমাজ গড়াই আমার প্রধান লক্ষ্য। জনগণের ভোট ও দোয়া পেলে আমি এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দীর্ঘ ৩৭ বছরের জনপ্রিয় চেয়ারম্যান, জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল আলিম সাতক্ষীরা সদর-২ আসনের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা নিয়েই আমি নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *