শিক্ষাঙ্গনসদর

সাতক্ষীরার এতিম-অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার পক্ষ থেকে সাতক্ষীরার মাছখোলা ক্লাব মোড় সংলগ্ন হাজী শামছুদ্দিন হাফিজিয়া এতিমখানায় সমাজের পিছিয়ে পড়া এতিম-অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি. সুলতানপুর বাজার শাখার ম্যানেজার আব্দুর রহিম, সেক্রেটারী ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের কবির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক পিএলসি. পারুলিয়া শাখার ম্যানেজার মনিরুল ইসলাম, সহ সভাপতি ও আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা মাহমুদ চৌধুরী উজ্জ্বল, উপদেষ্টা ও কৃষি ব্যাংক কর্মকর্তা কাজী মাসুদুল হক, কর্মকর্তা মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক ও সোনালী ব্যাংক পিএলসি কর্মকর্তা জিএম আবু সায়েম, সোনালী ব্যাংক খলিশখালী শাখার ম্যানেজার মোঃ জসীমউদ্দিন, কর্মকর্তা অমিতোষ কুমার সানা, জনতা ব্যাংক কর্মকর্তা গোপাল চন্দ্র গাইন, মোঃ কামরুজ্জামান, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের নলতা শাখার ম্যানেজার আজমল হোসেন, সিটি ব্যাংক পিএলসির কর্মকর্তা আক্তারুজ্জামান কাজল, ইসলামী ব্যাংক পিএলসি বেনাপোল শাখার ম্যানেজার মো. অহিদুজ্জামান, রূপালী ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আবু রিফাত, মিজানুর রহমান, এতিমখানার পরিচালনা পর্ষদসহ সমাজের বিভিন্ন পর্যায়ের লোকজন।

শীতবস্ত্র বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য মা গেঞ্জি হাউজ, কুলিয়া, সাতক্ষীরা, এতিমখানার ছোট বাচ্চারা, পরিচালনা পর্ষদ সহ সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *