বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু, কেজিতে কমেছে ৩০ টাকা
বেনাপোল প্রতিনিধি: দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম প্রতিকেজিতে প্রায় ৩০ টাকা কমেছে। বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হয়। সোমবার ও বুধবার—এই দুই দিনে মোট ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
আমদানিকৃত পেঁয়াজের প্রতি কেজির আমদানি মূল্য পড়েছে প্রায় ৪৩ টাকা। ভারতীয় পেঁয়াজ বাজারে আসতেই মাত্র দুই দিনের ব্যবধানে খুচরা বাজারে দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর আগে যেখানে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ১১০ থেকে ১২০ টাকা, সেখানে বর্তমানে তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরও কমতে পারে বলে আশা করছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন এবং সোমবার বিকেলে তিনটি ট্রাকে মোট ৯০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। আমদানিকৃত পেঁয়াজের ছাড়পত্র নিয়েছে রয়েল এন্টারপ্রাইজ, সাতক্ষীরার মেসার্স এইচকেএ এন্টারপ্রাইজ এবং যশোরের মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ।
তিনি আরও জানান, বাংলাদেশের জন্য আরও কয়েকটি পেঁয়াজবোঝাই ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে অপেক্ষমাণ রয়েছে, যা পর্যায়ক্রমে বেনাপোল বন্দরে প্রবেশ করবে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য, সবশেষ চলতি বছরের সেপ্টেম্বর মাসে বেনাপোল বন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

