বিজিবির অভিযানে তিন লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিন লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, তলুইগাছা বিওপি ও বাঁকাল চেকপোস্ট এলাকায় একযোগে এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০৮ বোতল ভারতীয় মদসহ ভারতীয় ঔষধ, শাড়ি ও একটি সাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৮ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোস্টের বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল চেকপোস্ট ঢালিপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়া কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস-এর ৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
অন্যদিকে, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস-এর ২ আরবি হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গায়েরডাঙ্গা কাঁচা রাস্তা এলাকা থেকে ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও একটি সাইকেল আটক করে।
এছাড়াও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস-এর ১১ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বেলি চান্দা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা মূল্যের বাংলাদেশী শাড়ি জব্দ করে।
বিজিবি জানায়, আটককৃত মালামালগুলো চোরাকারবারীরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

