অনলাইনতালাসারাবাংলা

ইনকিলাব মঞ্চের নেতা হাদির হত্যার প্রতিবাদে তালায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

এম এ মান্নান, তালা: তালায় ছাত্র-জনতার আয়োজনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তালা বাজারের তিন রাস্তার মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুন হাওলাদার, এনসিপি জেলা সদস্য নুসরাত জাহান, ছাত্র প্রতিনিধি মীর জাফিরুল ইসলাম, মেঃ শাহজালাল, মীর তমাল, মেহেদী হাসান, মীর ইমরান, নয়ন, জাতীয় যুব শক্তির শাহরিয়ার আল মুজাহিদসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *