সাতক্ষীরা সদর উপজেলায় শিশু কল্যাণ বোর্ডের সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা ডিজিটাল কর্ণারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি অর্ণব দত্ত। সভায় সদস্য-সচিব হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বোর্ডের সদস্য-সচিব মোঃ শরীফুল ইসলাম।
সভায় বক্তারা শিশু আইন ২০১৩-এর আলোকে সুবিধাবঞ্চিত শিশু এবং আইনের সংস্পর্শে আসা শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ঝরে পড়া শিশু ও পথশিশুদের পুনর্বাসনের মাধ্যমে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে— ১ জন সুবিধাবঞ্চিত শিশু এবং ২ জন পথশিশুকে সম্পূর্ণ সরকারি খরচে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, বোর্ড সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক এবং শিশু কর্মকর্তা মোঃ বশিয়ার রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. দিলারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্ক কর্মকর্তা মমতাজ খাতুনসহ কমিটির অন্যান্য মনোনীত সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনি চাইলে এটিকে ৮ কলাম লিড, সংক্ষিপ্ত ভার্সন, অথবা অনলাইন পোর্টাল উপযোগী করে আলাদা করে সাজিয়েও দিতে পারি।

