সাতক্ষীরা নিউ মার্কেট প্রিমিয়ার লীগ ৮ দলীয় নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন
স্টাফ রিপোর্টার: নিউ মার্কেট প্রিমিয়ার লীগ (সিজন-৩) ৮ দলীয় নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের নিউ মার্কেট চত্বরে নিউ মার্কেট বয়েজ এর সার্বিক ব্যবস্থাপনায় সাফিন আরমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহাদুজ্জামান আজ্জেদ, মাসুম রানা সবুজ, আলী শাহীন, রাসিউল করিম রোমান, তরিকুল ইসলাম কল্লোল ও পল্লব প্রমুখ। এ সময় সাতক্ষীরা নিউ মার্কেট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

