শ্যামনগর

শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

জি এম আব্দুল কাদের, শ্যামনগর: শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং শ্যামনগর অভিবাসী কর্মী প্রোগ্রাম (ওকাপ)-এর সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুজ্জাহান কনক।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা দেলওয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস. এম. মোস্তফা কামাল, এসআই বিপ্লব হোসেন, এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর জব প্লেসমেন্ট কর্মকর্তা আরিফুল ইসলাম, ওকাপের ফিল্ড অফিসার আল আমিন, ফিল্ড ফ্যাসিলেটর মেহেদী হাসান ও রেজাউল করিমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসনের প্রভাব, অভিবাসন গবেষণা এবং শিশু সুরক্ষা বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব এবং প্রবাসীদের অবদান জাতীয় উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *