অনলাইনঅপরাধআইন আদালতকালিগঞ্জতালাসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরার কালিগঞ্জে এ্যাসিল্যান্ডকে হেনস্তার অভিযোগ

স্টাফ রিপোর্টার: বিজয় স্মৃতিস্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে কালিগঞ্জের এ্যাসিল্যান্ডকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। এতে দলের ভাবমূর্তি বিনষ্টসহ উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিজয় স্মৃতিস্তম্ভেই ঘটেছে।

সরেজমিনে জানা গেছে, বিজয় দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনের সূচী মোতাবেক সকাল ৮টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করার কথা থাকলেও পনের মিনিট আগে বিএনপির নেতা ডাক্তার শহিদুল আলমের নেতৃত্বে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান আজিজুর রহমান ও নুরুজ্জামানসহ শতাধিক নেতাকর্মী শহীদবেদী দখল করে পুষ্পমাল্য অর্পন ও বক্তব্য দিতে থাকে।

একপর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মঈনুল ইসলাম খান বেদীতে দ্রুত নামতে বলায় শহিদুল আলমসহ তার সঙ্গে থাকা নেতারা উত্তেজিত হয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ধাক্কা ধাক্কিসহ হেনস্তা করলে উপস্থিত অতিঃ পুলিশ সুপার, অফিসার ইনচার্জ ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র ছাত্রীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়।

এঘটনায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উদ্ভুত পরিস্থিতি বিষয়ে সকলকে শান্ত হওয়ার আহবান জানান। তারপরেও ক্ষ্যান্ত না হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ্যাসিল্যান্ডকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। যার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় উপজেলা জুড়ে।

এ বিষয়ে একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব নাম প্রকাশ না করার শর্তে বলেন- ডা. শহিদুল আলম ব্যক্তি ভাল হলেও তার লোকজন খারাপ। আর এ সব কারণেই তিনি দলীয় মনোনয়ন পাননি।

ঘটনার সত্যতা জানতে বিএনপি নেতা নুরুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, এ্যাসিল্যান্ড নিজে জুতাপায়ে শহীদ বেদীতে উঠলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

তবে এ বিষয়ে এসিল্যান্ড মঈনুল ইসলাম খানের সাথে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তা রিসিভ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *