কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্রজন্ম সংলাপ
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে স্থানীয় উদ্যোগের অংশ হিসেবে আন্তঃ প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। এতে সহযোগিতা করে বাংলাদেশস্থ কানাডা হাইকমিশন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন রূপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর গাজী মফিজুর রহমান। সভাপতির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, ও উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক।
এ সময় শিক্ষক, শিক্ষিকা, জনপ্রতিনিধি ও উপজেলার পিএসসিসি গ্রুপের ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে তরুণ প্রজন্ম ও প্রবীণদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে সমাজে শান্তি ও সহনশীলতা বৃদ্ধির কার্যকর পন্থা নিয়ে আলোচনা হয়।

