অনলাইনকালিগঞ্জজীবনযাপনসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালিগঞ্জের বিষ্ণুপুরে এডিপির অর্থায়নে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে ৯টি ওয়ার্ডে ‘৫ শত’ পরিবারে শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।

এসময় তিনি বলেন, “শীত মৌসুমে হতদরিদ্র মানুষের কষ্ট লাঘবে এডিপির অর্থায়নে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিদের সামাজিক দায়িত্ব রয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগ শীতার্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলমগীর কবির,ইউপি সদস্য আফসার উদ্দিন, পীযূষ কান্তি রায়,খলিল সরদার, আব্দুল কাদের, জাহিদ আলম, শেখ সিরাজুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুস সালাম এবং ইউপি সদস্যা লাইলী পারভীন, পূর্ণিমা রানী ও রোজিনা খাতুন,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম বারী, সাধারণ সম্পাদক আকবর আলী মোল্লা, সহ-সভাপতি আব্দুল আজিজ, ৭নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।শেষে অতিথিবৃন্দ শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। স্থানীয়রা এ মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *