অনলাইনঅপরাধআইন আদালততালাসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার সভায় সভাপতিত্ব করেন।

সভায় শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ,বাস টার্মিনাল বাইপাস এলাকায় স্থানান্তর,অবৈধ ইজিবাইক ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল বন্ধে ব্যবস্থা গ্রহণ, সুন্দরবনের দস্যু দমন,মাদকবিরোধী অভিযান,অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ,সদস্য সচিব আবু জাহিদ ডাব্লু, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আব্দুল আজিজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, জেলা দুর্নীতি প্রতিরাধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা,ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশানের সভাপতি আবু হাসানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *