সাতক্ষীরার সীমান্ত থেকে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ফেনসিডিলসহ প্রায় ৮০ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কুশখালি, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপি এবং বাঁকাল চেকপোষ্টের দায়িত্বপূর্ণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ, ৪ বোতল ফেনসিডিলসহ শাড়ি, ওষুধ, শার্টের পিস ও তালমিছরি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোষ্টের একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন আলিপুর হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে।
অন্যদিকে কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১২/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানাধীন শ্মশানঘাট এলাকা থেকে ২৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শার্টের পিস ও তালমিছরি আটক করে।
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী এলাকা থেকে ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করে।
এছাড়া সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বরই বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মদ ও ফেনসিডিল আটক করে।
সবমিলিয়ে অভিযানে মোট ৭৯ হাজার ১০০ টাকা মূল্যের মাদক ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ভারতীয় চোরাচালানী মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

