শ্যামনগরে শহিদ বুদ্ধিজীবী স্মরণ ও দোয়া অনুষ্ঠান পালিত
জি এম আব্দুল কাদের, শ্যামনগর: যথাযোগ্য মর্যদায় শ্যামনগরে শহিদ বুদ্ধিজীবী স্মরণ ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে।
রবিবার সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন এর সভাপতিত্বে উপজেলা ক্যাম্পাসের মধ্যে শহীদ স্মৃতিসৌধে সকাল ষাড়ে ৭ টায় শহীদ বুদ্ধিজীবী স্মরণে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন উপজেলা পরিষদের ইমাম মুফতি আব্দুল খালেক।
প্রথম পর্ব শেষেই উপজেলা হলরুমে শহীদদের প্রতি স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠান পালিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কমিটি ও সংগঠনের সদস্য বৃন্দ, শ্যামনগর উপজেলা সরকারি অফিসের সকল স্তরের কর্মকর্তা বৃন্দ, শ্যামনগর থানা কর্মকর্তা খালেদুর রহমানসহ পুলিশ কর্মকর্তা বৃন্দ, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি ও সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির সহ সকল সাংবাদিক বৃন্দ।
মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতির মেধা-নিধনের বিরুদ্ধে স্মরণ ও প্রতিজ্ঞার কর্মসূচি পালন।
শহিদদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার। বক্তারা এই ধরনের কথা ব্যক্ত করেন।

