অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ডাকবাংলা মোড়ে স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় কালিগঞ্জ স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্লু অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ,এছাড়া কালিগঞ্জ থানা পুলিশ, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এর পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু।

সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই, কবির এই বাণীর মতই বুদ্ধিজীবীরা সর্বকালের সেরা সন্তান তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান এর সভাপতিত্ব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো: জুয়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শংকর কুমার দে, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়ত ইসলামের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক আরাফাত হোসেন, সাংবাদিক মাসুদ পারভেজ প্রমূখ।

শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *