শিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের নির্বাচন ২০ ডিসেম্বর

সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের নির্বাচন ২০ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৩ ডিসেম্বর সন্ধ্যায় নির্বাচন কমিশন তফশীল ঘোষণা করেন।

তফশীল অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বর মনোনয়ন সংগ্রহ জমাদান, প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ। ১৫ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, আপিল, যাচাই-বাছাই। ১৬ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীতা তালিকা প্রকাশ এবং ২০ ডিসেম্বর সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

১৩ ডিসেম্বর নির্বাচনী তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হক।

এসময় উপস্থিত ছিলেন, প্রধান পর্যবেক্ষক কাজী সাহাবুদ্দিন সাজু, এড. এস এম বায়েজিদ রনি, নির্বাচন কমিশনার অহিদুল ইসলাম, সাবেক সভাপতি ফিরোজ হোসেনসহ নির্বাচনে অংশগ্রহনকারী বিভিন্ন প্রার্থীগণ।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষা নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন নির্বাচন কমিশনার।
প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *