অপরাধআইন আদালতকলারোয়াসদর

সাতক্ষীরায় ৩৭ বোতল ভারতীয় মদ ও শাড়িসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ বোতল ভারতীয় মদ ও শাড়িসহ প্রায় এক লক্ষ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ মাদরা ও কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস-এর ৩ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মন্দির এলাকা নামক স্থান হতে প্রায় ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করে।

এছাড়াও, মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস-এর ১০ ও ১১ আরবি হতে আনুমানিক ৩০০ থেকে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা পোস্ট দক্ষিণ আম বাগান এবং দক্ষিণ রাজপুর এলাকা হতে প্রায় ৬৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও শাড়ি আটক করে।

এ অভিযানে সর্বমোট ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *