অনলাইনকালিগঞ্জতালারাজনীতিসারাবাংলা

শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ডা.শফিকুল ইসলাম বাবু।

সমাবেশে কালিগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী , সমর্থক এ সমাবেশে অংশগ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীরা শরিফ ওসমান হাদির ওপর হামলার বিচার চাই, গণতন্ত্রকামী কণ্ঠস্বর দমন চলবে না, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার কর-এমন বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিতি উঠে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। একটি পরিকল্পিত মহল গণতন্ত্রকামী ও প্রতিবাদী কণ্ঠস্বর দমন করতে এ ধরনের বর্বর হামলা চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, হামলাকারীরা যদি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আসে, তাহলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *