সাতক্ষীরায় ১০ বোতল ভারতীয় মদসহ এক লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় এক লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, মাদরা ও কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব পৃথক অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৪/২ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় ১৫ হাজার টাকা মূল্যের ১০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
অপরদিকে কাকডাঙ্গা বিওপির টহলদল মেইন পিলার ১৩/৩ এস-এর ৬ আরবি এলাকা হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার ভাদীয়ালী এলাকা থেকে ১২ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় আগরবাতি জব্দ করে।
এছাড়া মাদরা বিওপির আরেকটি দল একই পিলার ১৩/৩ এস-এর ১০ আরবি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কলারোয়া থানার চান্দাপোষ্ট এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
বিজিবির হিসাব অনুযায়ী, তিনটি অভিযানে সর্বমোট ৯৭ হাজার ৬০০ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মদ, আগরবাতি ও ঔষধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি কর্তৃপক্ষ।

