সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
নাজমুল আলম মুন্না: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে রূপান্তর কর্তৃক বাস্তবায়িত গোফর ইমপ্যাক্ট প্রকল্পের উদ্যোগে সাতক্ষীরায় এক তথ্যসমৃদ্ধ ও গুরুত্ববহ আলোচনা সভা বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার অগ্রগতি রিসোর্টে অনুষ্ঠিত হয়।
বিভিন্ন স্তরের নারী প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপান্তরের নারীবান্ধব উন্নয়ন প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন শেখ মইনুল ইসলাম মইন, উপ-পরিচালক, স্থানীয় সরকার(ভারপ্রাপ্ত) সাতক্ষীরা। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।
“পৃথিবীর সকল ধরনের কাজে নারীর অবদান রয়েছে। নারী ছাড়া যেমন পৃথিবী কল্পনা করা যায় না অনুরূপভাবে পুরুষ ছাড়াও কোন পৃথিবী হতে পারে না। এজন্য নারী-পুরুষ সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে”।
এছাড়াও তিনি নারী পুরুষ ভেদাভেদ ভুলে সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইসিটি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ইটাগাছা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শামিম আহমেদ ও সাংবাদিক নাজমুল আলম মুন্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোফরইমপ্যাক্ট প্রকল্পের সাতক্ষীরা জেলার সিনিয়র অফিসার (জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট) বনানী দাশগুপ্ত বাসন্তী।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা এবং নারী ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়েছে, যা অংশগ্রহণকারী নারী প্রতিনিধিদের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে।

