জামায়াতের শোডাউনে আহত আনারুল’র চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা- ২ আসনের জামায়াতের প্রার্থীর মোটর সাইকেল শোডাউনে ভোমরা-বাদামতলা নামক স্থানে মোটরসাইকেলে ধাক্কা লেগে গুরুতর আহত হন আশাশুনি উপজেলার দক্ষিণ বুধহাটার নজরুল গাজীর ছেলে আনারুল গাজী (৩০)।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে আহত আনারুল গাজীর বাড়ীতে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা ও তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন।
কাজী আলাউদ্দীন সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তাআলা তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে তাহার জন্য আমরা শুকরিয়া জানায়। সেদিন একটি দলের মোটরসাইকেল শোডাউনে এত বেশি উশৃঙ্খলাতা ছিল যে ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেছে এবং আমার এই ভাইটি গুরুতর আহত হয়েছে। আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার সুস্থতা কামনা ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছি। পরবর্তীতেও তার সার্বিক খোঁজ-খবর রাখবো, তার পাশে থাকার প্রতিশ্রতি দিচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, বুধহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

