কালিগঞ্জের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ফলাফল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর-২৫)) সকাল ১০টায় টিটিসির হলরুমে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রিন্সিপাল প্রকৌশলী মো. হুমায়ন কবির এর সভাপতিত্বে ও রসায়ন বিভাগের ইন্সটেক্টর দীনবন্ধু মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল ইসলাম নাহিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, অভিভাবক জিএম জাহিদুর রহমানসহ শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থীরা পৃথক পাঁচটি স্টলের মাধ্যমে তাদের আবিষ্কার অতিথিবৃন্দের মাঝে উপস্থাপন করেন।
বক্তাগন বলেন- দক্ষ মানবসম্পদ তৈরি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ শিক্ষা প্রতিষ্টানে মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা প্রকাশের সুযোগ পায়, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। তাদের লেখাপড়া, আবিষ্কার ও উপস্থাপনা দেখে খুশি হয়েছি। ভবিষ্যতে তারা আরো ভালো করবে বলে প্রত্যাশা করি। বর্তমানে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সাড়ে ৪’শ শিক্ষার্ষী অধ্যায়নরত।

