আশাশুনির কুল্যায় সার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, অতিরিক্ত সার মজুদ এবং নকল বীজ ধান গুদামজাত করার অভিযোগে এক সার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা এবং সাতক্ষীরা পুলিশ লাইনের একটি টিমের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সার, কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় কুল্যা ইউনিয়নের মেসার্স গাজী এন্টারপ্রাইজ নামের বিসিআইসির সার ডিলার প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, সার ক্রয়-বিক্রয়ের ভাউচার না রাখা, সঠিকভাবে সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়।
সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. আনোয়ার হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া ও অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।
অভিযান শেষে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

