অসাম্প্রদায়িক ও নিরাপদ দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন প্রার্থী আব্দুর রউফ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া ঘোষপাড়া কালী মন্দিরে অষ্ট প্রহর নামযজ্ঞ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে মন্দির কমিটির সভাপতি বাপী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। রাষ্ট্র কাঠামো পুনঃগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফায় হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তা, অধিকার ও সম্প্রীতির বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই দেশ হিন্দু-মুসলিম সবার। সংখ্যালঘু বলার কোনো সুযোগ নেই—আমরা সবাই এই দেশের নাগরিক।
তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক, নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের পক্ষে ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট প্রদান করুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মো. নাসির উদ্দিন, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সাধু, ফিংড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু বক্কর সরদার, সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী খান, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, আলহাজ্ব কবির আহমেদ, সাবেক ইউপি সদস্য মহাদেব ঘোষ, শাহাজান, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুল আলম খোকন, কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ও কোষাধ্যক্ষ সাগর ঘোষসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনাসভা শেষে কুলতিয়া এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন আলহাজ্ব আব্দুর রউফ। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং হিন্দুধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভক্তরা ধানের শীষের বিজয়ের লক্ষ্যে লিফলেট বিতরণ ও জয়ধ্বনি দেন।

