অনলাইনঅপরাধআইন আদালতকয়রাখুলনাসারাবাংলা

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে ৮ জেলে উদ্ধার

স্টাফ রিপোর্টার: সুন্দরবনে কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে আট জেলেকে অস্ত্র-গোলাবারুদসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১০ ডিসেম্বর) ভোরে খুলনার কয়রা থানাধীন শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় বিশেষ অভিযানে এ উদ্ধার তৎপরতা চালানো হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন- জাহাঙ্গীর বাহিনী কয়েকজন জেলেকে সাত দিন ধরে আটক রেখে মুক্তিপণের জন্য নির্যাতন করছে। তথ্যের ভিত্তিতে সকালে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল কয়রা থানাধীন শিবসা নদীর ছোট ডাগরা খাল এলাকায় অভিযান চালায়।

তিনি জানান, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা বন গভীরে পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় তাদের আস্তানা থেকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া জিম্মি থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া জেলেদের বরাতে সিয়াম-উল-হক বলেন, “ডাকাতরা গত সাত দিন ধরে তাদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করছিল।” উদ্ধার শেষে জেলেদের পরিবার-পরিজনের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড নৌ-বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- কয়রা থানার ৪ নং কয়রা এলাকার বাসিন্দা দেসার আলী সরদারের ছেলে আতিয়ার (২৮), আবু সাইদ গাজীর ছেলে আবুল খায়ের গাজী (২৪) , মৃত মাদার আলীর ছেলে মো. মকছেদ আলী (৫০), যাদব রপ্তানের ছেলে কৃষ্ণপদ রপ্তান (45), অগর মন্ডলের ছেলে সুকদেব মন্ডল (২৭), ৩ নং কয়রা এলাকার গনি হাওলাদারের ছেলে মিজানুর রহমান (৩৭), মঠবাড়ি গ্রামের মৃত সবেদ আলী গাজীর ছেলে জলিল গাজী (৩৫) এবং মহারাজপুর গ্রামের মৃত মালেক ঢালীর ছেলে মোশারফ হোসেন ঢালী (৬০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *