সাতক্ষীরায় ৩০ বোতল ভারতীয় মদসহ আড়াই লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদসহ প্রায় দুই লাখ পঞ্চান্ন হাজার টাকার বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১০ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, গাজীপুর, মাদরা, কালিয়ানী ও কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১/২২ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার দাসপাড়া এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
এদিকে গাজীপুর বিওপির টহলদল মেইন পিলার ৫/৬ এস হতে একই দূরত্বে সদর থানার লিটনের ঘের এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
কালিয়ানী বিওপির দল মেইন পিলার ৯/৩ এস সংলগ্ন ছয়ঘরিয়া এলাকা থেকে আরও ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
অন্যদিকে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৬ আরবি হতে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে কলারোয়া থানার ভাদিয়ালী এলাকা থেকে ৪৫ হাজার টাকার ভারতীয় মদ (৩০ বোতল) আটক করে।
এ ছাড়া মাদরা বিওপির টহলদল মেইন পিলার ১৩/৩ এস এর ১০ আরবি সংলগ্ন কলারোয়া থানাধীন চান্দাপোষ্ট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
মোট জব্দকৃত মাদক ও চোরাচালানী মালামালের মূল্য ২,৫৫,০০০ টাকা (দুই লাখ পঞ্চান্ন হাজার) বলে বিজিবি নিশ্চিত করেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় মদ ও ঔষধসহ অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

