অনলাইনআইন আদালতসদরসাতক্ষীরা জেলা

বি.ডি.এফ প্রেসক্লাবে মতবিনিময় করলেন পুলিশ ফাড়ীর ইনচার্জ সোহরাব হোসেন

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার বি.ডিএফ প্রেসক্লাবে ১০ ডিসেম্বর সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর নবাগত ইনচার্জ এস আই সোহরাব হোসেন। বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন টুআইসি এএসআই মাহাবুর রহমান ও ডিএসবির হাবিবুর রহমান।

মতবিনিময় সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন বিডিএফ প্রেসক্লাবের সহ সভাপতি জি এম আমিনুল হক, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম রেজা, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শিক্ষক মোঃ মুকুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, ব্রহ্মরাজপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ বাদশাসহ সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই সোহরাব হোসেন বলেন- পুলিশ এবং সাংবাদিকরা এক ও অভিন্ন লক্ষ নিয়ে কাজ করে। আমরা পরস্পর ভাই ভাই। তিনি এলাকায় মাদক ব্যবসা,সন্ত্রাস, চেতনা নাশক স্প্রে দিয়ে চুরি, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ মুলক কর্মকান্ড বন্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *