অনলাইনআশাশুনিকালিগঞ্জতালাসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে সনাতনীদের সাথে উঠান বৈঠক করলেন বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনকে বিজয়ী করার লক্ষ্যে মৌতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় মৌতলার উভাকুড় হরি মন্দির প্রাঙ্গণে এ বৈঠন অনুষ্ঠিত হয়।

হরি মন্দির কমিটির সভাপতি উধব্ব মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির এমপি পদপ্রার্থী কাজী আলাউদ্দীন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।তিনি উন্নয়ন, ন্যায়বিচার ও সমঅধিকারের প্রতিশ্রুতিও তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অশোক কুমার রায়, সাবেক শিক্ষক তারকনাথ,মৌতলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দুলাল চন্দ্র ঘোষ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান রোকন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, দলীয় প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত, দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এতে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *