অনলাইনঅপরাধআইন আদালতকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন,মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে, সহ-সভাপতি এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হাসান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা বিআরডিপি চেয়ারম্যান লুৎফর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,শিক্ষক কণিকা সরকার ও জলবায়ু কর্মী মারুফ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রশাসন, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা তরুণ প্রজন্মকে নৈতিকতার পথ অনুসরণ করে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় উপজেলা বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *