সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় বিবিসি মিডিয়া অ্যাকশনের ৩ দিনের প্রশিক্ষণ ও মেন্টরিং কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে তিনদিনব্যাপী ‘প্রশিক্ষণ ও মেন্টরিং কর্মসূচি জনস্বার্থে বলি নির্ভয়ে নিরাপদে’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। এই কর্মসূচিতে জেলার ২২ জন সংবাদ কর্মী অংশগ্রহণ করেন। সাংবাদিকতা, তথ্য যাচাই, জনস্বার্থমূলক প্রতিবেদন এবং ডিজিটাল নিরাপত্তা এ চারটি মূল ধাপকে ঘিরে সাজানো হয় পুরো সেশন। সোমবার সকালে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে এই কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে প্রধান প্রশিক্ষক ও বিবিসি’র মিডিয়া অ্যাকশন অফিসার নূর সিদ্দিকী বলেন, সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি হলো সত্য প্রকাশের সাহস। নিরাপদে তথ্য আদান-প্রদান ও সূত্র যাচাইয়ের চর্চা তৈরি হলে সংবাদ আরও নির্ভরযোগ্য হবে।

প্রশিক্ষক ও এমডিও শাহরিয়ার কামাল হোসেন বলেন, ডিজিটাল যুগে ভুল তথ্য ছড়ানো খুব সহজ। তাই প্রতিটি তথ্য যাচাই করে, জনস্বার্থকেই প্রাধান্য দিয়ে সংবাদ তৈরি করাই আমরা চাই।

অন্যদিকে বিবিসি’র মিডিও প্রশিক্ষক সোহানা পারভীন জানান, সহানুভূতি, মানবিকতা ও ভুক্তভোগীর নিরাপত্তা রক্ষা এই তিনটি নীতি সাংবাদিকের লেখাকে সম্মানজনক উচ্চতায় নিয়ে যায়।

সাংবাদিক আমিনা বিলকিস ময়না বলেন, খবরের পেছনের সত্য খুঁজতে এখন আরও পোক্ত ধারনা পেলাম। মাঠ রিপোর্টিংয়ে এর প্রভাব পড়বে।

সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, সংবাদের ভাষা, টোন ও সংবেদনশীল বিষয় পরিচালনা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা পেলাম। ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে পারব বলে বিশ্বাস।

কর্মশালায় অংশগ্রহণ করেন প্রবীণ সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপী, শরীফুল্লাহ কায়সার সুমন, গোলাম সারোয়ার, আমিনা বিলকিস ময়না, রাজিব আহসান, তানজির কচি, মোশাররফ হোসেন, আকরামুল ইসলাম, বেলাল হোসেন, আসাদুজ্জামান মধু, জাকির হোসেন, মুজাহিদুল ইসলাম, রাহাত রাজা, কিশোর কুমার, ইব্রাহিম হোসেন, মৃত্যুঞ্জয় রায়, ইব্রাহিম হোসেন, হোসেন আলী, মনিরুজ্জামান মিশুক, জাহাঙ্গীর হোসেন, আল মুত্তাদা হৃদয়, মেহেদী হাসান।

আরেক অংশগ্রহণকারী শেখ তানজির কচি বলেন, মেন্টরশিপ পদ্ধতি আমাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দিয়েছে। শুধু শোনা নয়, জিজ্ঞাসা এটা ছিল প্রশিক্ষণের বড় শক্তি।

তিনদিনব্যাপী এ কর্মসূচি শেষ হবে আলোচনার সংযোগ, গ্রুপ এক্সারসাইজ এবং প্রত্যেক অংশগ্রহণকারীর ব্যক্তিগত প্রতিবেদন মূল্যায়নের মধ্য দিয়ে। বরাবরের মতোই আলোচিত বিষয় নির্ভয়ে ও নিরাপদে জনস্বার্থে সংবাদ এবার নতুন সক্ষমতায় একধাপ এগিয়ে গেল সাতক্ষীরার সাংবাদিকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *