কালিগঞ্জে নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উদ্যোগ প্রবাসী আলাউদ্দিনের
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নবীননগর ফালাহে দারাঈন তাহফীজুল কুরআন ও নূরানী মাদ্রাসার শীতার্ত শিক্ষার্থীদের মুখে উষ্ণতার হাসি ফুটলো প্রবাসী মো. আলাউদ্দিনের মানবিক সহযোগিতায়। তাঁর উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ১০ জন শিক্ষার্থীর হাতে কম্বল তুলে দেওয়া হয়। শৈত্যপ্রবাহের এই সময়ে এসব কোমলমতি শিক্ষার্থীদের জন্য কম্বল যেন উষ্ণতার পাশাপাশি অনুপ্রেরণার বার্তাও বয়ে আনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য লাইলী পারভীন, ব্যবসায়ী শেখ সিরাজুল ইসলাম, সাংবাদিক ইদ্রিস আলী এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আব্দুস সালামের ছেলে প্রবাসী মো. আলাউদ্দিন।

