৩৩ বিজিবির অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযানে প্রায় চার লক্ষ পঁচাশি হাজার (৪,৮৫,০০০) টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। রবিবার (০৭ ডিসেম্বর) দিনভর কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির দুটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার- ১৩/৩ এস এর ০৪ ও ০৫ আরবি পিলারের কাছে গেড়াখালি ও কেরাগাছি এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করে।
এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল কলারোয়া থানার গোবিন্দকাঠী এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির দুটি টহল দল কালিবাড়ী ও ভাদিয়ালী দক্ষিণ আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ জব্দ করে। এদিন হিজলদী বিওপির বিশেষ দল মেইন পিলার–১৪/২ এস সংলগ্ন হিজলদী মাঠ এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সামগ্রিকভাবে চারটি বিওপির আওতায় বিশেষ অভিযানে মোট ৪,৮৫,০০০ (চার লক্ষ পঁচাশি হাজার) টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব মালামাল বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এসব অবৈধ পণ্য দেশে প্রবেশের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব আয় হারাচ্ছে।
উদ্ধারকৃত সমস্ত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

