কৃষিসদরসাতক্ষীরা জেলা

হ্যাচারি পরিচালনায় দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত পোনা উৎপাদন বিষয়ক গোলটেবিল আলোচনা

স্টাফ রিপোর্টাার: চিংড়ি পোনা ব্যবসায়ী ও হ্যাচারি মালিকদের গুণগত ও মানসম্মত চিংড়ি পোনা সরবরাহ নিশ্চিত করণে এবং হ্যাচারি পরিচালনায় দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত পোনা উৎপাদনের লক্ষ্য অর্জন বিষয়ক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৭ ডিসেম্বর) বিকালে তুফান কনভেনশন হল লেকভিউতে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) ও বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সৌজন্যে শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ সেব খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এঁর সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) মহাসচিব গিয়াস উদ্দিন।

গোলটেবিল আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) নির্বাহী কমিটির সদস্য সুলতান আহমদ বুলু চৌধুরী, হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ সেব খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ। শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর কর্মকর্তা, চিংড়িপনা ব্যবসায়ী ও হ্যাচারি মালিকরা উপস্থিত ছিলেন।

অপরদিকে একই স্থানে চিংড়ি হ্যাচারি ও চাষ ব্যবস্থাপনায় অটোমেশন প্রযুক্তির ব্যবহার, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ ডিসেম্বর) বিকালে তুফান কনভেনশন হলরুমে বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় ও শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর আয়োজনে সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার জি এম সেলিম, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *