অনলাইনঅপরাধআইন আদালততালাসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত এসপি আরেফিন জুয়েল’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, ইনডিপেন্টডেন্ট টিভির আবুল কাশেম, বাংলাভিশনের আসাদুজ্জামান, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাংবাদিক আবুল কালাম, ফরিদ আহমেদ ময়না, যমুনা টিভির আকরামুল ইসলাম, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, বণিক বার্তার গোলাম সরোয়ার, মানবজমিনের বিপ্লব হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক জনতার বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, এসএ টিভির শাহিন গোলদার, ডিবিসি টিভির বেলাল হোসাইন, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ প্রমুখ।

সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আমার প্রথম ও এবং প্রধান লক্ষ্য হলো আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ এবং নির্বিঘ্নে করা। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন কী হয়েছে আপনারা জানেন। গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের যাত্রা। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, ‘২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে।’ আমরা সেভাবেই কাজ করব। দেশের সম্মানিত জনগণ ভোটকেন্দ্রে যাবেন, তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিরাপদে বাড়িতে ফিরে যাবেন। নিরাপদ পরিবেশ তৈরি করাই আমাদের কাজ। আমরা পুলিশ হিসেবে এই কাজটাই করতে চাই। কে জিতল আর কে হারল, এটা দেখা আমাদের বিষয় নয়। আমরা সততা, নিরপেক্ষতা এবং দক্ষতার পরিচয় দেব। এজন্য আমাদের নিয়মিত প্রশিক্ষণ চলছে। আশা করছি আমরা ভালো কিছু করতে পারব। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আশা করি, সেটা তারা করবেন।

এর পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার, সুন্দরবনের দস্যুতা দমন এবং জেলাজুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোরভাবে কাজ করার কথা জানান তিনি।

এছাড়া অনলাইন জুয়া, মাদক, সাইবার বুলিং, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *