কৃষিজীবনযাপনশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরের গাবুরায় অভিযোজন কৃষি চর্চা বৃদ্ধিতে ফসল ও সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ

শ্যামনগর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনজনিত চরম বিপর্যয়ের মুখে থাকা উপকূলীয় গাবুরায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও জীবিকায়ন উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ–এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে প্রতিষ্ঠানটি অভিযোজনমুখী কৃষি কর্মকাণ্ড পরিচালনা করছে।

এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় গাবুরা মৌজার খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩ দিনব্যাপী লবণ-সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়। এতে প্রাথমিক দলের ২৩ জন নারী ও ২ জন পুরুষ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটি প্রজেক্ট টু ইমপ্রুভ ফুড সিকিউরিটি অ্যান্ড সাস্টেইনেবল লাইভলিহুডস–এর প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য। অতিথি ছিলেন গাবুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিবুল্লাহ বাহার। প্রশিক্ষণ প্রদান করেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান। এছাড়া প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাসসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার বলেন, “বিভিন্ন সংস্থা সময় সময় গাবুরায় কাজ করলেও স্থায়ী কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ফেইথ ইন অ্যাকশন যেভাবে কাজ করছে, তাতে গাবুরার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আমাদের এমনভাবে প্রস্তুত হতে হবে—যাতে নিজেকে কারও কাছে সাহায্যপ্রার্থী না করে বরং অন্যকে সাহায্য করতে পারি। এজন্য এ সংস্থার প্রতিটি উদ্যোগে আমরা সহযোগিতা করে যাবো।”

প্রশিক্ষক উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান বলেন, “ফেইথ ইন অ্যাকশনের এই প্রশিক্ষণ অন্যান্য প্রশিক্ষণের তুলনায় আরও বাস্তবভিত্তিক ও কার্যকর। লবণ-সহনশীল ফসল ও অভিযোজন কৃষি সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়ার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

গাবুরার উপকূলীয় ঝুঁকিপূর্ণ পরিবেশে কৃষকদের বাস্তব চাহিদাকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণ স্থানীয় কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *