আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দেবহাটায় প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার: আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সফলভাবে পালন উপলক্ষে দেবহাটায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় আশার আলোর সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শ্রী চন্দ্রকান্ত মল্লিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় কর্মসূচির আলোকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পোস্টার ও ব্যানার টানানো, সরকারি-বেসরকারি চাকরিজীবী, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন আয়োজন এবং দুর্নীতি বিরোধী আলোচনা অনুষ্ঠান পরিচালনা।
এসময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. নজরুল ইসলাম, সদস্য মো. মেহেদী হাসান, মো. শরিফুল ইসলাম এবং মো. আমিরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবসটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।
প্রস্তুতি সভাটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ আল আজাদ।

