কালিগঞ্জের মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক শফিকুল
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচম উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাবেক মৌতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান হাবিবুউল্লাহর অফিসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৬৮ জন ভোটারের মধ্যে ১৬৪ জন ভোট দিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে বিকাল ৬টায় প্রধান নির্বাচন কমিশনার ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক আনিছুর রহমান হাবিবুউল্লাহ, নির্বাচন কমিশনারের সদস্য প্রভাষক আনিসুল রহমান, প্রভাষক মহাসিন, প্রভাষক খায়রুল আলম, শিক্ষক হাফিজুর রহমান ও শিক্ষক সেলিম রেজা।
নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন,সভাপতি শেখ জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন ৮৭ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গফুর গাজী ৭৬ ভোট পেয়েছেন। সহ-সভাপতি: রাশিদুল ইসলাম মিলন ৯৪ ভোট, কাজী কালু ৬৯ ভোট,সাধারণ সম্পাদক (প্রার্থী বিভাগ): রফিকুল ইসলাম ৭৮ ভোট,কাজী নূর মোহাম্মদ ডাবলু –৪৩, আকছেদুর রহমান – ৪০,সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন ৯২ ভোট ও মো. মাহাবুর রহমান ৭২ ভোট। কোষাধ্যক্ষ মহিবুল্লাহ ৭২ ভোট, মো. সালমান হোসেন হিনো ৬৩ভোট, মো. হোসেন ২৭ ভোট,সমাজকল্যাণ সম্পাদক: বাবলু ৯৬ ভোট, প্রচার সম্পাদক সম্পাদক: জাহিদ ১০০ ভোট,সদস্য: আমিনুর রহমান ও মো. রাজু নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় মাঠে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ডিএসবি আলাউদ্দিন, ডিএসবি আসলাম হোসেন, ডি এস বি সেলিম হোসেন ও পুলিশ পরিদর্শক এসআই তাপস কুমার ঘোষসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নির্বাচন কমিশন ও প্রার্থীদের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকল ভোটার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

