সাতক্ষীরায় ৭৪ বোতল ভারতীয় মদসহ সাড়ে ৯ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৪ বোতল ভারতীয় মদসহ সাড়ে নয় লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ, শাড়ি ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিভিন্ন বিওপি ও চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানগুলো পরিচালনা করে পদ্মশাখরা, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহলদানকারী দল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি অভিযানে কলারোয়া থানার গেরাখালী ও ভাদিয়ালী এলাকা থেকে ৬০ বোতল ভারতীয় মদ, ঔষধ ও শাড়িসহ মোট ৪ লাখ ৩৩ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে আটক করা হয় আরও ৪ বোতল মদ ও ২৭ হাজার টাকার ভারতীয় শাড়ি।
এ ছাড়া সদর থানার ইদগাহ এলাকা থেকে বৈকারী বিওপি ১ লাখ ৫ হাজার টাকার ঔষধ, চারাবাড়ি এলাকা থেকে তলুইগাছা বিওপি ২৪ হাজার টাকার শাড়ি, বড়ালী এলাকা থেকে হিজলদী বিওপি ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, মাঠপাড়া আমবাগান এলাকা থেকে মাদরা ও কুশখালী বিওপি পৃথক অভিযানে ২০ বোতল ভারতীয় মদ ও ১ লাখ ৭০ হাজার টাকার ঔষধ এবং দাসপাড়া এলাকা থেকে পদ্মশাখরা বিওপি ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
সব মিলিয়ে বিজিবি মোট ৯ লাখ ৫৪ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে।
বিজিবি জানায়, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় মাল বাংলাদেশে পাচার করে আসছে। এতে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি গুরুত্বপূর্ণ রাজস্ব আয় থেকেও দেশ বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত সমস্ত মালামাল সাতক্ষীরা কাস্টমস গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

