অনলাইনআশাশুনিরাজনীতিশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা কমাতে মধ্যরাতে স্পিড ব্রেকারে রং করল ছাত্রদল

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা কমাতে শীতের কাঁপনধরা মধ্যরাতে শহরের মুন্সিপাড়া এলাকার স্পিড ব্রেকারে সাদা রং করেছে শহর ছাত্রদল। যাতে সহজেই স্পিড ব্রেকারগুলো চালকদের চোখে পড়ে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়ার একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের উদ্যোগে সংগঠনের নেতাকর্মীরা রাতজেগে প্রধান সড়কের ঝাপসা হয়ে যাওয়া স্পিড ব্রেকারে নতুন করে রং করেন।

শাহিন ইসলাম বলেন, শহরের ভেতরে অনেক স্পিড ব্রেকার দূর থেকে স্পষ্ট দেখা যায় না। এতে চালকদের চলাচলে ঝুঁকি বাড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা রোধে আমাদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় সমাজের কল্যাণে কাজ করে। পর্যায়ক্রমে ঝাপসা হয়ে যাওয়া স্পিড ব্রেকারগুলোতে আমরা নতুন করে রং করব।

রাতের এই উদ্যোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মানবাধিকার সম্পাদক মুসাউদ্দিন মামুন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ ও ইমদাদুল হক বাবু, সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আকবর হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সবুজ, ছাত্রনেতা জুবায়ের ইসলাম, সাহাদ ইসলামসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *