ব্রহ্মরাজপুরে ধানের শীষের বিজয়ী করতে ১৩ ডিসেম্বর জনসভার প্রস্তুতি সভা
মেহেদী হাসান শিমুল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পক্ষে জনসভার প্রস্তুতি গ্রহণে ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রহ্মরাজপুরের ডিবি ইউনাইটেড হাই স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়কারী ও সাবেক কাউন্সিলর আয়নুল ইসলাম নান্টা, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, শেখ মনিরুজ্জামান প্রিন্স, ফারুক হোসেন মিঠু, আব্দুর রাজ্জাক, এম এ হাসান, আবু বক্কর, নুরুন্নবী বিকু, জাকির হোসেন আফিল, জিয়াউর রহমান জিয়া, তাকদির আহসান রুবেল, গোলাম মোস্তফা বাবু, মোস্তাক আহমেদ, আব্দুল্লাহ সিয়াম ও রাশেদুজ্জামান রানা।
আসন্ন ১৩ ডিসেম্বর ডিবি ইউনাইটেড হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভাকে সফল করার নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। স্থানীয় জনগণের উপস্থিতি, মাঠ ব্যবস্থাপনা, প্রচার-প্রচারণা এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সদর থানা যুবদলের যুগ্ম সম্পাদক খুরশিদ আলম ও জাকির হোসেন আফিল।
সভায় এলাকার নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর পক্ষে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

